প্রসঙ্গঃ দিনাজপুর জেলার কৃতি সন্তান - ০১ # সাংবাদিক, লেখক, গবেষক আজহারুল আজাদ জুয়েল এর সংক্ষিপ্ত পরিচিতি
•••••••••••••••••••••••••••••••••••
আজহারুল আজাদ জুয়েল, পিতা - মৃত ডা. আব্দুল আজিজ আহমেদ, মাতা - মৃত বেগম লুৎফন নেছা। সাং- পাটুয়াপাড়া, সদর, দিনাজপুর।
তিনি পৈতৃক নিবাস দিনাজপুর শহরের পাটুয়াপাড়া মহল্লায় পবিত্র রমজান মাসের বুধবার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা সনদ অনুযায়ী তাঁর জন্ম তারিখ ১৯৬৪ খ্রিস্টাব্দের ২৯ নভেম্বর। পিতা ডা. আব্দুল আজিজ ছিলেন হোমিও চিকিৎসক। তাই পিতার আগ্রহে হোমিও চিকিৎসা বিজ্ঞানে ডিএইচএমএস করেছেন।
পাটুয়াপাড়ায় কেটেছে শৈশব, কৈশোর ও যৌবন। এখনো বসবাস করছেন এই পাড়ার পৈতৃক নিবাসে।
বৈবাহিক অবস্থাঃ
১৯৮৮ খ্রিস্টাব্দে দিনাজপুরের বিরল উপজেলার তৈয়বপুর নিবাসী আফতাব উদ্দিন ও আবেদা বেগমের কন্যা শরীফা খাতুন ওরফে রিপা আজাদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। দুই সন্তানের জনক তিনি। কন্যা লাভলি আজাদ লিজা ও পুত্র সাকিব আজাদ লায়ন।
শিক্ষা জীবনঃ
তিনি ঘাসিপাড়া প্রাইমারি স্কুল থেকে ১৯৭৫ খ্রিস্টাব্দে ৫ম শ্রেণী পাশ করার পর দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ে (বাংলা স্কুল) ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৮০ খ্রিস্টাব্দে এসএসসি, দিনাজপুর সরকারি কলেজ থেকে ১৯৮২ খ্রিস্টাব্দে এইচএসসি এবং ১৯৮৫ খ্রিস্টাব্দে ডিগ্রি পাশ করেন। দিনাজপুর হোমিও মেডিকেল কলেজ থেকে ১৯৮৬ সালে হোমিও চিকিৎসা বিজ্ঞানে ডি.এইচ.এম.এস পাশ করেন।
লক্ষ্যঃ
দিনাজপুর জেলার অন্যতম লেখক, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল এর লক্ষ্য - মৃত্যু পর্যন্ত সাহিত্য, সাংবাদিকতা ও গবেষণায় কাজ করা।
অর্জনঃ
ব্র্যাক সম্মাননা সহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি।
প্রথম প্রকাশিত লেখা ও গ্রন্থঃ
১৯৭৮ খ্রিস্টাব্দে ৮ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তাঁর লেখা প্রথম প্রকাশিত হয় দৈনিক উত্তরায়। সেটা ছিল একটি ছড়া, নাম ‘রানার’। প্রকাশের তারিখ ২০ ফেব্রুয়ারি ১৯৭৮। পরদিন ২১ ফেব্রুয়ারী সাপ্তাহিক মাতৃভূমিতে প্রকাশিত হয় প্রথম গল্প ‘শাহীনের অশ্রু'।
এরপর হতে একের পর এক দেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর লেখা প্রকাশ হতে থাকে।
১৯৯১ খ্রিস্টাব্দে " ভাষা আন্দোলনে দিনাজপুর " লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ। এপর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি।
কর্মজীবনঃ
সাহিত্য চর্চা থেকে সাংবাদিকতায় আসা। দিনাজপুরের দৈনিক প্রতিদিন পত্রিকায় সাংবাদিকতার শুরু, সাল ১৯৮৩। তাঁর সাংবাদিকতার গুরু ছিলেন মিজানুর রহমান লুলু। ১৯৮৪ সালে দৈনিক তিস্তা প্রকাশ হলে, এর সাথে যুক্ত হন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
সংগঠন প্রতিষ্ঠাঃ
সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল দিনাজপুর লেখক ফোরাম নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ঐ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান সাংগঠনিক পরিচয়ঃ
সভাপতি - দিনাজপুর লেখক ফোরাম, সহ সভাপতি - দিনাজপুর প্রেসক্লাব, কেন্দ্রীয় ক্রীড়া সচিব - সুইড বাংলাদেশ, সভাপতি - এডভোকেসি প্লাটফর্ম, সদর উপজেলা কমিটি, দিনাজপুর।
রাজনৈতিক কর্মকাণ্ডঃ
কলেজ জীবনে ছাত্র রাজনীতি করেছিলেন।
কারাবরণ ও মামলাঃ
১৯৮৫ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন ও আড়াই মাস কারাবরণ করেন।
(তথ্যসূত্রঃ ১৮ মে ২০২৫ শনিবার দুপুরে সৌজন্য এক সাক্ষাৎকালে জনাব আজহারুল আজাদ জুয়েল উপরোক্ত সংক্ষিপ্ত পরিচিতি ব্যক্ত করেন)।
তথ্য সংগ্রহেঃ
মো. মিজানুর রহমান (ডোফুরা)।
(রিপোর্টার, কবি, সংস্কৃতিকর্মী ও সংগঠক)।
সম্পাদক ও প্রকাশক: মো. মিজানুর রহমান (ডোফুরা)। সম্পাদকীয় কার্যালয়: "রূপালয়", ১৬৮ চাউলিয়াপট্টি, দিনাজপুর সদর, দিনাজপুর। মোবাইল: ০১৭৪০ ৮১৯২০৮, Email: dinajpurkontha2024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত