
প্রধান প্রতিবেদক।।
দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি ও পাহাড়পুর মিলনালয় সমিতি, দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগার-এর সদ্য প্রয়াত সদস্য জাহাঙ্গীর আলম সহ সংগঠনের প্রয়াত অন্যান্য সকল সদস্যের রূহের মাগফেরাত কামনা করে এবং সদস্য আবদুল কাইয়ুম, আবদুল মান্নান তালুকদার সহ অসুস্থ সদস্যদের আরোগ্য কামনা করে বাদ আছর এক দোয়া মাহফিল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বিকেল সোয়া ৪টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি আনসারুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক রইস হায়দার ডিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিলন, কোষাধ্যক্ষ নুহ আলম লেলিন, সহ কোষাধ্যক্ষ রাজিউর রহমান রাজীব, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর কাজী আশরাফ উজ জামান বাবু সহ সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।