
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর কন্ঠ॥
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান ও মহাসচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত ২৮ এপ্রিল ২০২৫ ইং এর এক পত্রে ডিইএব দিনাজপুর জেলা শাখার প্রকৌশলী মোঃ মনজুর মুর্শেদ সুমন ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ মামুনুর রশীদকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌঃ মোঃ মোস্তফা কামাল মিলন, যুগ্ম আহবায়ক প্রকৌঃ মোঃ মিজানুর রহমান মিজু, প্রকৌঃ মোঃ হাবিবুর রহমান, প্রকৌঃ আবু তাহের মোঃ মুরাদ, প্রকৌঃ মোসেদুর রহমান, প্রকৌঃ মোঃ রফিকুল ইসলাম, প্রকৌঃ মোঃ শাহিনুর রহমান, প্রকৌঃ মোঃ মাজাহারুল ইসলাম, প্রকৌঃ মোঃ হারুন-উর-রশিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌঃ মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রকৌঃ মোঃ মোস্তফা কামাল, প্রকৌঃ মোঃ আব্দুস সালাম, প্রকৌঃ মোঃ কুরবান আলী, প্রকৌঃ মোঃ আনিসুজ্জামান, প্রকৌঃ শাখির আহম্মেদ, প্রকৌঃ মোঃ নায়িব আনোয়ার, সদস্য (সাংগঠনিক) প্রকৌঃ মোঃ মাজেদুর রহমান, সদস্য প্রকৌঃ মোঃ সারোয়ার হোসেন, প্রকৌঃ সাহজাহান সিরাজ, প্রকৌঃ মোঃ শাকিল আহম্মেদ, প্রকৌঃ মোঃ এস এম শামসাদ হোসেন ও প্রকৌঃ মোঃ সাবার আল সানি।
অপরদিকে বিএনপি অনুমোদিত পেশাজীবি সংগঠন ডিইএব-দিনাজপুর জেলা শাখা’র ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে প্রকৌশলী মোঃ মনজুর মুরশেদ সুমনকে আহবায়ক ও প্রকৌশলী মোঃ মামুনুর রশীদকে সদস্যসচিব নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন সেইসাথে বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) দিনাজপুর জেলা শাখা যেন ভুমিকা রাখতে পারে সেক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।