
মাসুদুর রহমান, দিনাজপুর।।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১) ২৮ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ১১ টায় দিনাজপুর জেলার সকল এন.জি.ও কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয়র সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব নুরে এ আলম।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, এনজিওকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাদেরকে সাধারণ মানুষের উন্নয়নের জন্য নিত্য নতুন উদ্যোগ নিতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সমাদৃত হবে।
সমন্বয় সভায় গ্রাম বিকাশ কেন্দ্র তাদের কার্যক্রমের উপর উপস্থাপন করেন।
উক্ত সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, আশা, সাজেদা, ব্যুরো বাংলাদেশ, শক্তি ফাউন্ডেশন ও রিক এবং দিনাজপুরের অন্যান্য এনজিওর কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি সকলকে জনগণের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন ও বিভিন্ন রকম দিকনির্দেশনা দিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।