
মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ঢাকা।।
রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসি) পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার- ২০২৪ জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মাধ্যমে ২৩ ডিসেম্বর বেলা ৩টায় শুরু হয়ে ২৭ ডিসেম্বর রাত ৯টায় শেষ হয়।
এবারের মেলায় বিভিন্ন রিয়েল স্টেট ও হাউজিং কোম্পানিসহ ২২০টি স্টল সাজানো হয়েছে।
মেলার অন্যতম আকর্ষণ ছিলো টোকিও এইচ পাওয়ার (THP) প্রপার্টিজ লিমিটেড এর “টুইন টাওয়ার” প্রজেক্ট। বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকে সাশ্রয়ী মূল্যের এ প্রজেক্টটি ১৩০ ফুট/৪০ ফুটের ১৫ কাঠার কর্ণার প্লটে অবস্থিত।
আবাসন খাতে নতুনত্ব আনবে এ প্রজেক্টটি এমনটি জানান মেলায় উপস্থিত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন উদ্দিন তানবীর, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং সিইও শওকত আহমেদ। তারা আগত অতিথি ও গ্রাহকদের THP এর প্রকল্পে আগ্রহের জন্য কৃতজ্ঞতা জানান।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অভিজাত এলাকায় সাশ্রয়ী মূল্যের হাউজিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ টোকিও এইচ পাওয়ার (THP) প্রপার্টিজ লিমিটেড। আর এ লক্ষেই কাজ করে যাচ্ছে THP প্রপার্টিজ লিমিটেড।
কোম্পানীর পক্ষ থেকে মেলায় ছিল ডিসকাউন্ট মূল্যে প্রি-বুকিং এর সেবা যা এখনো অল্প কিছু দিনের জন্য বিদ্যমান আছে।