
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর কন্ঠ।।
দিনাজপুরে সারা বিশ্বের ন্যায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস -২০২৫ এবং মহান জন হেনরী ডুনান্ট’র ১৯৭ তম জন্মদিন উদযাপন করা হয়েছে ।
এ উপলক্ষে ৮মে বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শুরুতেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মিউজিক চেয়ার খেলা, কেক কাটা, যুব সদস্যদের মাঝে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন ।
এবারের প্রতিপাদ্য বিষয়ঃ “On the side of humanity” “মানবতার পাশে, একসাথে”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিট এর হিসাবরক্ষক আমজাদ হোসেন, যুব কার্যনির্বাহী কমিটি’র উপ যুব প্রধান-১ মোঃ মেহেদী হাসান, উপ যুব প্রধান-২ মোছাঃ মরিয়ম আক্তার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপ বিভাগীয় প্রধান, সিনিয়র যুব সদস্যবৃন্দ, যুব সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ল্যাব ইনচার্জ বিশ্বজিৎ বকুল ও অন্যান্য কর্মচারীবৃন্দ।