
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব(পঞ্চগড় বোদা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার এবং ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক এসিল্যান্ড,) ও দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি নিবাসী মোঃ সারোয়ার আলম এর ছোট ভাই(তৃতীয় নাম্বার) মরহুম জাহাঙ্গীর আলম (৪৮) এর নামাজের জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে।
১৯ ডিসেম্বর -২০২৪ বৃহস্পতিবার দুপুর দুইটায় বালুয়াডাঙ্গা দোতলা জামে মসজিদে নামাজের জানাজা শেষে লালবাগ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
উক্ত জানাজা ও দাফনকার্যে মরহুমের বড় ভাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলম, সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, দিগন্ত শিল্পীগোষ্ঠীর কর্মকর্তা ও সদস্য বৃন্দ, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, সমাজসেবক, আইনজীবী, গন্যমান্য ব্যক্তিবর্গ, চাউলিয়াপট্টি মহল্লাসহ আশেপাশের বিভিন্ন মহল্লার মুসল্লী বৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় মুসল্লীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে একটায় চেকআপ হাসপাতালে জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেন।
মৃত কালে তিনি স্ত্রী, ১ শিশু পুত্র, মা , তিন ভাই ও দুই বোন সহ বহু আত্মীয় স্বজন ও গুনোগ্রাহী রেখে যান।
মরহুম জাহাঙ্গীর আলম দীর্ঘদিন দৈনিক আজকের প্রতিভা ও দৈনিক উত্তরবাংলা পত্রিকায় কর্মরত ছিলেন পরে তিনি অবসর নেন এবং নিজেই নিজ বাড়ির সামনে জাহাঙ্গীর স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন।
এদিকে দিগন্ত শিল্পী গোষ্ঠীর সদস্য জাহাঙ্গীর আলম এর মৃত্যুতে দিগন্ত শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রইস হায়দার ডিয়ার তিনদিনের শোক ঘোষণা করেছেন।
২০ ডিসেম্বর শুক্রবার বাদআছর বালুয়াডাঙ্গা দোতলা জামে মসজিদে এবং নিজ বাড়িতে, মহিলাদের জন্য দোয়া খায়ের এর আয়োজন করা হয়েছে।