
পি. কে রায়, চিরিরবন্দর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি-২০২৫ সালের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬এপ্রিল) আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ভিয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য (মেম্বার) মো: সাইফুল ইসলাম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক শাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, দূর্গাডাঙ্গা তফসিলী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, পল্লী চিকিৎসক মো: হাসিনুর রহমান, সাবেক ভিয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো: রফিকুল ইসলাম, শিক্ষক মানস কুমার রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের পরিচালক ও প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন ইমন এসময় তিনি বলেন, “আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ভদ্র আচরণ প্রদর্শন করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে যাবে”।
প্রধান অতিথির বক্তব্যে ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো: আব্দুর রাজ্জাক শাহ্ বলেন, “তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে”।
তিনি আরও বলেন, “আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন”।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, আবেগঘন ও সুন্দরভাবে সাজানো।
আলোচনা শেষে প্রধান অতিথি বিদায়ী সব পরীক্ষার্থীর হাতে সুন্দর কলম, কোর্টফাইল তুলে দেন। সে সময় শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। এরপর উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এ কোচিং সেন্টার থেকে এ বছর মানবিক ও বিজ্ঞান বিভাগের মোট ৪৭ জন পরীক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এ সময় আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এসএসসি-২০২৫ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।