
মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিশেষ বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির জন্য করণীয় শীর্ষক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা।
১২ এপ্রিল ২০২৫ শনিবার বিকেল ৩ টায় দিনাজপুর শহরে এফপিএবি’র এ্যাডভোকেট এম, ফয়জুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় দিনাজপুর বীরগঞ্জের ভোগনগর সরকারপাড়া বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খতিব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক গাউছুল আজম, সহ-সভাপতি মহি উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, ময়মনসিংহ বিভাগ এর সমন্বয়ক এম এ সালাম, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সময় পরিষদ, রংপুর বিভাগ এর সমন্বয়ক মোছাঃ জাহানারা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান (সবুজ)।
বিরামপুর উপজেলার বিরামপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইশিতা বৈরাগীর প্রাণবন্ত সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা হতে আগত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।