
নিজস্ব প্রতিবেদক।।
দিনাজপুর পৌর বিএনপি আয়োজিত ওয়ার্ড পর্যায়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল -২০২৫ সোমবার রাতে শহরের ২ নং ওয়ার্ডের চাউলিয়াপট্টি মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।
উক্ত অনুষ্ঠানে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ান এর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রবিউল আলম শামীম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মনজুর মোরশেদ সুমন, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,জেলা যুবদলের সহ-সভাপতি মনজুর আহমদ জুয়েল, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফরহাদ রহমান প্লাবন প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে নেতৃবৃন্দ উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চাউলিয়াপট্টি মোড়ের সকল জনসাধারণ, ব্যবসায়ী, দোকানদারদের মাঝে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।