
সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বিরলের আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে রোববার সকালে সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ (কালু)।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বুলু মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, সহসভাপতি ইস্কান্দার হাসান, সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ রাজু, টুর্ণামেন্ট এর আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজামুল ইসলাম, সদস্য সচিব নুর ইসলাম, কোষাধ্যক্ষ নাসির ইসলাম, সদস্য রিপন ইসলাম, কাজল, সুমন, লাতিফুর, রাজু, রায়াহান প্রমুখ।
টুর্ণামেন্টে নশিপুর একতা ক্লাব ও লালবাগ ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বীতা করেন। ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল- শ্লোগানে বক্তারা যুবসমাজের অবক্ষয় রোধে ক্রীড়া ক্ষেত্রে মনোনিবেশ এর আহ্বান জানান।