
ইউসুফ আলী, দিনাজপুর॥ দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষ প্রতিকের এমপি মনোনয়ন প্রত্যাশী গরিব মেহনতী মানুষের বন্ধু আনম বজলুর রশীদ কালু এর উদ্যোগে সপ্তাহব্যাপী বিরল উপজেলার বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর-২০২৪) পর্যন্ত সপ্তাহ ব্যাপী দিনাজপুরের বিরল উপজেলার (বিরল পৌর এলাকা, বিরল বাজার, ধুকুরঝারী বাজার, চককাঞ্চন মোড়, ফরকাবাদ দেওয়ানজী দিঘী বাজার, চৌরঙ্গী বাজার, বাজনাহার বাজার, মঙ্গলপুর বাজার)সহ বিভিন্ন স্থানে বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনম বজলুর রশীদ কালু স্বশরীরে উপস্থিত হয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ করেছেন।
উক্ত লিফলেট বিতরণকালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ জনসাধারণের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে। তিনি দল মত নির্বিশেষে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে তারেক রহমানের নির্দেশ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। দলের ভাব মূর্তি ফিরিয়ে এনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সপ্তাহ ব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মোঃ লিয়াকত আলী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেলা বিএনপি ও সভাপতি বিরল পৌর বিএনপি, মোঃ নূরজামাল সোনাহার সদস্য জেলা বিএনপি, বিরল পৌর সহ সভাপতি আসাদুল হক হীরা, মামুনুর রশীদ রাজু সাংগঠনিক সম্পাদক বিরল পৌর বিএনপি, আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক বিরল পৌর বিএনপি, হাবিবুর রহমান আহবায়ক বিরল পৌর যুবদল সেলিম রেজা যুগ্ম আহবায়ক বিরল উপজেলা যুবদল, মামুনুর রশীদ যুগ্ম আহবায়ক যুবদল, সাহ আলম যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবকদল বিরল উপজেলা, রেজাউল ইসলাম রুবেল সদস্য সচিব ছাত্রদল বিরল উপজেলা, লূরফর রহমান আহবায়ক তাতীদল বিরল, একরামুল হক চুন্নু সভাপতি শ্রমিকদল বিরল উপজেলা আব্দুল আলিম সাধারণ সম্পাদক শ্রমিকদল, সাইফুল ইসলাম আহবায়ক পৌর শ্রমিকদল বিরল, মাহমুদুল হাসান সভাপতি ৯ নং ইউনিয়ন বিএনপি, বদিউজ্জামাল চান মিয়া সাংগঠনিক সম্পাদক, হুসাইন সাধারণ সম্পাদক যুবদল ৯নং সিফাত সাধারণ সম্পাদক ছাত্রদল ৯ নং, বাবুল হোসেন সহ সভাপতি ৩ নং ইউনিয়ন, সাহালম সাংগঠনিক সম্পাদক ৩ নং ইউনিয়ন, সাহিরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক ৩ নং ইউনিয়ন, মো সুমন ২ নং ইউনিয়ন বিএনপি নেতা কৃষকদলের ভূট্রা মিজান, কামরুজ্জামান কামু মহরি, যুবদল নেতা ও যুগ্ন সাধারণ সম্পাদক নূর ইসলাম, জিয়া জসিম হানিফ সালাম সাহিন বাহাদুর সুকু মিয়া প্রদীপ বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ