
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
পল্লী বন্ধু এরশাদ বাংলার আশীর্বাদ ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাজবে এই স্লোগানের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
আজ পহেলা জানুয়ারি ২০২৫ বুধবার সকালে পঞ্চগড় সিনেমা হল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোছায়া সিনেমা হল চত্বরে এসে শেষ হয়।
এ সময় পঞ্চগড় পাঁচ উপজেলা থেকে আসা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন, এবং জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রেজাউল করিম রেজা।
বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবু সালেক প্রমুখ।