
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১ জানুয়ারী-২০২৫ বুধবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুজার সেতু ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহীন এর নেতৃত্বে ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গন হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একাডেমি স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আক্তারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম পাভেল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল মিলন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত উল্লাহ মজিদ বাদশা, জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি শামীম খান, যুগ্ম সম্পাদক মোঃ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম তাজ, জেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক হাসমাতুন নাহার শুভ্রা, সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর হাসিনা বেগম, জেলা মহিলাদলের সহ সাংগঠনিক সম্পাদক পুতুল, প্রচার সম্পাদক সুমিসহ ছাত্রদলের পৌর, কোতয়ালী ও দিনাজপুর সরকারী কলেজের নেতৃবৃন্দ।