
বর্ষা ঋতু সৌন্দর্যের রাণী
…এম, জেড, এইচ মিন্টু
দিনাজপুর, বাংলাদেশ।
এসেছে বর্ষা শুভ্র নির্মল বৃষ্টি ও বাতাসে,
চাষী ভাইয়ের মুখে হাসি, হাসছে উচ্ছ্বাসে।
নদ-নদীর যৌবনে সাড়া জেগেছে এই বর্ষায়,
সবুজ শ্যামলে ভরে গেছে বৃক্ষ রাজির পাতায় পাতায়।
চারিদিকে মাঠ-ঘাট সবুজের সমারোহে,
ফুল- ফল, আর সোনালী ফসলে মাঠ ছেয়ে গেছে।
বুনোহাঁস গুলো উঁকি মারছে শালুক পাতার ফাঁকে,
রিমিঝিমি বৃষ্টিতে পাখির কোলাহলে ঝিঝি পোকা ছন্দ মেলে ডাকে।
ঘুঙুর পড়ে বৃষ্টি নেমেছে আজি প্রকৃতিকে সাজাবে বলে,
রাখালের বাঁশির সুরে মুগ্ধ হয়ে পথিকেরা পথ চলে।
এই বর্ষায় পেয়েছে প্রাণ জেগেছে প্রকৃতি,
গানে গানে মুখরিত মহান প্রভুর সকল সৃষ্টি।
বর্ষা রাণীর সৌন্দর্য বিকশিতে ক্লান্তি নাইকো লেশ,
অপরুপ সৌন্দর্যে সৌন্দর্যিত আমার বাংলাদেশ।