
বসন্তের চিঠি
…অদিতি রায়
দিনাজপুর, বাংলাদেশ।
তোমাকে লিখছি, বসন্ত!
ফাগুনের রঙে রঙিন এক দীর্ঘ প্রেমপত্র,
যেখানে ফুল ফোটার শব্দ,
পাতা ঝরার সঙ্গীত
আর হাওয়ার মৃদু স্পর্শ মিশে আছে।
তুমি এলে,
ফুলগুলো নতুন গল্প লিখলো ডালে ডালে,
পাখিরা কানে কানে বললো—
“ভালোবাসার দিন ফিরে এলো!”
আর আমি?
আমি তোমার গায়ে লেগে থাকা কোকিলের ডাক হয়ে
প্রিয়তমর কানে গিয়ে বললাম—
“তোমাকে দেখলে বসন্ত মনে পড়ে!”
তোমার ছোঁয়ায়
আমার কবিতার ভাষা বদলে যায়,
গোধূলির আকাশ হয়ে ওঠে আরও লাল,
মাধবীর গন্ধে মিশে যায় চন্দনগন্ধী স্বপ্ন।
তুমি জানো, বসন্ত?
ভালোবাসা শুধু চাওয়া-পাওয়ার হিসেব নয়,
ভালোবাসা মানে বৃষ্টি ভেজা দুপুরের মতো,
যেখানে একে অপরের হাত ধরে
নীরবে পথ চলার নাম জীবন।
তোমার আসায় আজ গাছেরা নেচে ওঠে,
তরুণ হৃদয়ে প্রেম জাগে,
হলুদ শাড়ির আঁচলে লেগে থাকে
শিমুল-পলাশের উষ্ণতা।
আহা বসন্ত!
তুমি থাকো হৃদয়ের গোপন কুঠুরিতে,
তুমি ছড়িয়ে দাও প্রেমের আবেশ,
ফাগুনের বাতাস হয়ে
ভালোবাসার নতুন গল্প লিখে যাও
প্রতি বছর, বারবার…