
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর॥ দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ সেপ্টেম্বর ২০২৪ রোববার সকাল ১০টায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহাগ চন্দ্র সাহা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ বোরহান-উল-ইসলাম-সিদ্দিকী, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, উক্ত কমিটির সদস্য জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা আনসার ও ভিডিপি প্রধান, যুব প্রতিনিধি, সদর প্রতিনিধিগণ ও গ্রাম আদালত প্রকল্প দিনাজপুরের জেলা ব্যবস্থাপক (ইএসডিও) মোঃ আবু বক্কর সিদ্দিক আবু।
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়ে) স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত সমন্বয় সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পর সংক্ষিপ্ত পরিচিতি প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা নিয়ে উপস্থাপনা করা হয়।