
মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী থানার ফুলবাড়ী পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড থেকে যৌথভাবে অভিযানে মামলার অন্যতম পলাতক আসামী মোঃ জহুরুল হক (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাবের সদস্যরা।
০৪ অক্টোবর ২০২৪ খ্রি: রাতে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড থেকে মামলার অন্যতম পলাতক আসামী মোঃ জহুরুল হক(২৩)কে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীকে আদালতে সোপর্দ করা হলে আসামি জহুরুল হক নির্যাতনের কথা স্বীকার করে আদালতে ফৌ.কা.১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর মিডিয়া ফোকাল পয়েন্টর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান – থানা পুলিশ কর্তৃক দ্রুততম সময়ে পালাতক আসামীকে গ্রেফতারপূর্বক মামলার প্রকৃত রহস্য উদঘাটনের প্রচেষ্টায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
হত্যা মামলার অন্যতম আসামী কর্তৃক আদালতে ফৌ.কা.১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান, প্রকৃত আসামী সনাক্ত – জনমনে স্বস্তি।
উল্লেখ্য যে, গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: দিনাজপুর জেলার কোতয়ালী থানার ০৫ নং শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ায় সামান্য মাছ ধরার জাল চুরির অভিযোগে কিছু পাষণ্ড মানুষের দ্বারা নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন তহিদুর রহমান বাঙ্গু (৪০)। এ নিয়ে গোটা দিনাজপুরে সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়।
কোতোয়ালি থানা পুলিশ পলাতক আসামী গ্রেফতারের লক্ষ্যে দ্রুততার সাথে আইনগত সকল পদক্ষেপ গ্রহণ করে।